এক নজরে
সরকারি শারীরিক শিক্ষা কলেজ, বাগেরহাট
সৃষ্টির ইতিহাস ও সাল : সুস্থদেহ সুন্দর মন এবং সমৃদ্ধ উন্নত জাতি হিসেবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলা তথা শারীরিক ও মানসিক ভাবে ছাত্র-ছাত্রীদের যোগ্য ও সামর্থ্য করে গড়ে তোলার লক্ষ্যে শারীরিক শিক্ষা কলেজ স্থাপন করা হয়। ১৯৯৫ সালে, বাগেরহাট মহাসড়কের পাশে, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাটস্থ ১৩ একর জায়গার উপর ‘‘খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ’’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন, ক্রীড়া পরিদপ্তরের নিয়ন্ত্রণে ১৯৯৪ সাল হতে অত্র কলেজের প্রকল্প শুরু হয়। অতঃপর ২০০১ সাল হতে অত্র কলেজটি রাজস্ব খাতে স্থানান্তরিত হয় এবং ২০০১ সাল হতে অদ্যাবদি এ কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
কলেজের অবস্থান: খুলনা টু বাগেরহাট মহাসড়ক সংলগ্ন শ্রীঘাট নামক স্থানে অবস্থিত । খুলনা (রূপসা) হতে কলেজ – ১৯ কি: মি: দূরে অবস্থিত ।